Geography 1st Unit MCQ - "ভূসংস্থান" (Geotectonics)

প্রথম অধ্যায়: ভূ-গাঠনিক বিভাগ / ভূসংস্থান - একনজরে প্রশ্ন ও উত্তর | NOTEZY

প্রথম অধ্যায়: ভূ-গাঠনিক বিভাগ / ভূসংস্থান - একনজরে প্রশ্ন ও উত্তর



ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় 'ভূ-গাঠনিক বিভাগ' বা 'ভূসংস্থান' পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, মহাদেশ ও মহাসাগরের সৃষ্টি, পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি বৃহৎ ভূমিরূপের গঠন প্রক্রিয়া এবং প্লেট টেকটোনিকস বা মহীসঞ্চারণ তত্ত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। এই অধ্যায়টি ভূগোলের প্রাকৃতিক ভিত্তি স্থাপন করে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা, কারণ, প্রভাব এবং সাল সম্পর্কিত কিছু নির্বাচিত একনজরে প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হলো, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

  1. মহাদেশের অনুভূমিক সঞ্চরণের ধারণা কে দিয়েছিলেন?
    উত্তর: টেলর।
  2. প্রথমবার মহীসঞ্চরণ তত্ত্বের ধারণা কারা দিয়েছিলেন?
    উত্তর: স্নাইডার এবং পেলিগ্রিনি।
  3. এডওয়ার্ড সুয়েস কোন গ্রন্থে ভূত্বকের গঠন ও পরিবর্তন বিশ্লেষণ করেন?
    উত্তর: 'দ্য ফেস অফ দ্য আর্থ'।
  4. 'The Origin of Continents and Ocean' বইটি কে লিখেছেন?
    উত্তর: আলফ্রেড ওয়েগনার।
  5. ওয়েগনার তাঁর মহাদেশ সঞ্চারণ তত্ত্ব কোন বইতে ব্যাখ্যা করেন?
    উত্তর: 'The Origin of Continents and Ocean'।
  6. মহীসঞ্চারণ তত্ত্বের প্রথম প্রবক্তা কে?
    উত্তর: আলফ্রেড ওয়েগনার।
  7. মহীসঞ্চারণ তত্ত্ব কত সালে প্রথম উপস্থাপিত হয়?
    উত্তর: 1912 সালে।
  8. মহীসঞ্চারণ তত্ত্বের ইংরেজি অনুবাদ কত সালে প্রকাশিত হয়?
    উত্তর: 1922 সালে।
  9. মহীসঞ্চারণ তত্ত্বের ইংরেজি অনুবাদের নাম কি ছিল?
    উত্তর: The Origin of Continents and Ocean।
  10. ওয়েগনারের মতে বৃহৎ আদি মহাদেশের নাম কি ছিল?
    উত্তর: প্যানজিয়া।
  11. প্যানজিয়াকে ঘিরে থাকা একক মহাসাগরটির নাম কি ছিল?
    উত্তর: প্যানথালসা।
  12. প্যানথালাসা মহাসাগরের বর্তমান নাম কি?
    উত্তর: প্রশান্ত মহাসাগর।
  13. প্যানজিয়ার মাঝখানে অবস্থিত অগভীর সমুদ্রটির নাম কি ছিল?
    উত্তর: টেথিস সাগর।
  14. এডওয়ার্ড সুয়েস কত সালে টেথিস সাগরের ধারণা দেন?
    উত্তর: 1880 সালে।
  15. টেথিস সাগরের দক্ষিণে কোন ভূখণ্ড ছিল?
    উত্তর: গন্ডোয়ানাল্যান্ড।
  16. টেথিস সাগরের উত্তরে কোন ভূখণ্ড ছিল?
    উত্তর: অ্যাঙ্গারাল্যান্ড।
  17. প্যানজিয়ার উত্তর অংশের নাম কি ছিল?
    উত্তর: অ্যাঙ্গারাল্যান্ড (লরেসিয়া)।
  18. কোন কোন মহাদেশ নিয়ে অ্যাঙ্গারাল্যান্ড গঠিত হয়েছিল?
    উত্তর: উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া।
  19. প্যানজিয়ার দক্ষিণ অংশের নাম কি ছিল?
    উত্তর: গন্ডোয়ানাল্যান্ড।
  20. কোন কোন মহাদেশ গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল?
    উত্তর: দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া, আন্টার্টিকা।
  21. প্যানজিয়া কোন যুগে ভাঙতে শুরু করে?
    উত্তর: মেসোজোয়িক যুগে।
  22. আটলান্টিক মহাসাগরীয় খাত কোন যুগে সৃষ্টি হয়?
    উত্তর: মেসোজোয়িক যুগে।
  23. প্যানজিয়ার ভাঙন জোরালো হয় কোন যুগে?
    উত্তর: ক্রিটেসাস যুগে।
  24. গ্রীনল্যান্ড প্যানজিয়া থেকে কোন যুগে বিচ্ছিন্ন হয়?
    উত্তর: টার্সিয়ারি যুগে।
  25. কোন জিওসিনক্লাইনালের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত তৈরি করেছে?
    উত্তর: টেথিস জিওসিনক্লাইনাল।
  26. রকি ও আন্দিজ পর্বতমালা কিভাবে সৃষ্টি হয়েছিল?
    উত্তর: প্যানজিয়ার পশ্চিম দিকে চলনের ফলে।
  27. আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয় কিভাবে?
    উত্তর: প্যানজিয়ার পূর্ব ও পশ্চিম ভাগের চলনের ফলে।
  28. হিমালয় পর্বতমালা কিসের চলনের ফলে সৃষ্টি হয়েছে?
    উত্তর: গন্ডোয়ানাল্যান্ডের চলনের ফলে।
  29. আকৃতির দিক থেকে কোন দুটি মহাদেশকে একে অপরের প্রতিরূপ মনে হয়?
    উত্তর: আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা।
  30. আটলান্টিক মহাসাগরের দুই পাশের উপকূলের জোড় আকৃতিকে কি বলা হয়?
    উত্তর: জিগ-স-ফিট।
  31. কম্পিউটারের সাহায্যে জিগ-স ফিটের প্রমাণ কে দিয়েছিলেন?
    উত্তর: বুলার্ড।
  32. সিনাগনাথাস কী?
    উত্তর: সরীসৃপ।
  33. গ্লসপ্টেরিস কী?
    উত্তর: ফার্নজাতীয় উদ্ভিদ।
  34. লুম্বিসিড কী?
    উত্তর: কেঁচো।
  35. মেসোসরাস নামে সরীসৃপ প্রাণী দক্ষিণ আমেরিকার কোথায় পাওয়া যেত?
    উত্তর: ব্রাজিলে।
  36. ক্যাঙ্গারুর মতো মারসুপিয়াল স্তন্যপায়ী প্রাণী কোথায় পাওয়া যায়?
    উত্তর: অস্ট্রেলিয়ায়।
  37. গ্লসপ্টেরিসের জীবাশ্ম কোথায় পাওয়া যায়?
    উত্তর: ব্রাজিল, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়া।
  38. মেসোসরাসের জীবাশ্ম কোথায় পাওয়া যায়?
    উত্তর: ব্রাজিল ও আফ্রিকাতে।
  39. ক্যাঙ্গারুর বসবাসের প্রমাণ কোথায় পাওয়া গেছে?
    উত্তর: চিলি ও অস্ট্রেলিয়া।
  40. ওয়েগনারের মহীসঞ্চারণ মতবাদের একটি ভিত্তি কি ছিল?
    উত্তর: পুরাজলবায়ু বিশ্লেষণ।
  41. মহীসঞ্চরণের কারণ হিসাবে ওয়েগনার কোন বলগুলির কথা বলেছেন?
    উত্তর: জোয়ারি বল ও বৈষম্যমূলক অভিকর্ষজ বল।
  42. উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে যাওয়ার কারণ কি?
    উত্তর: চাঁদ ও সূর্যের আকর্ষণজনিত জোয়ার-ভাটার টান।
  43. ভারতবর্ষ উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ার কারণ কি?
    উত্তর: বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি।
  44. ওয়েগনারের মতে মহাদেশগুলি প্রধানত কোন দিকে সঞ্চারণ করে?
    উত্তর: উত্তর ও পশ্চিমদিকে।

এই প্রশ্ন ও উত্তরগুলি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। পড়ার সময় মূল পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে নেওয়ার অনুরোধ রইল।