দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (MCQ ও শূন্যস্থান পূরণ)
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) - এক লাইনের উত্তর
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল?উত্তর: ১৯৩৯ খ্রিস্টাব্দে
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল?উত্তর: ১৯৪৫ খ্রিস্টাব্দে
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি কারা ছিল?উত্তর: জার্মানি, ইটালি, স্পেন, জাপান
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি কারা ছিল?উত্তর: গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র
-
পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি ছিল?উত্তর: সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী কয় মেরুতে ভাগ হয়েছিল?উত্তর: দুই মেরুতে (দ্বিমেরু)
-
দ্বিমেরু বিশ্বের প্রধান শক্তি কারা ছিল?উত্তর: সোভিয়েত ইউনিয়ন (সমাজতান্ত্রিক) ও মার্কিন যুক্তরাষ্ট্র (পুঁজিবাদী)
-
ঠান্ডা লড়াইয়ের আরেক নাম কী?উত্তর: স্নায়ু যুদ্ধ
-
ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?উত্তর: বার্নার্ড বারুচ বা ওয়াল্টার লিপম্যান (উৎসভেদে ভিন্ন মত)
-
ওয়াল্টার লিপম্যান কোন পত্রিকায় প্রথম 'The Cold War' শব্দটি ব্যবহার করেছিলেন?উত্তর: দ্য ওয়াশিংটন পোস্ট
-
হিটলার জার্মানিতে রাষ্ট্রীয় ক্ষমতা অধিকার করে কবে?উত্তর: ১৯৩৩ খ্রিস্টাব্দে
-
ভার্সাই চুক্তি কবে সম্পাদিত হয়েছিল?উত্তর: ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ জুন
-
মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?উত্তর: ১৯৩৮ খ্রিস্টাব্দের ২৯ সেপ্টেম্বর
-
মিউনিখ চুক্তি কোন্ দেশগুলির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?উত্তর: গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি
-
রাশিয়ায় বলশেভিক বিপ্লব সংঘটিত হয় কবে?উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দে
-
ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কী?উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
-
ঠান্ডা লড়াইকে 'গরম শান্তি' বলে বর্ণনা করেছেন কে?উত্তর: জোসেফ ফ্র্যাঙ্কেল
-
যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন তার নাম কী?উত্তর: ওয়াল্টার লিপম্যান
-
ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়েছিল সর্বপ্রথম কোথায়?উত্তর: ইউরোপে
-
ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় যে সম্মেলনকে, তা হল কোনটি?উত্তর: পটস্ডাম সম্মেলন
-
কার বক্তৃতার ফলে ঠান্ডাযুদ্ধের প্রারম্ভিক প্রস্তুতির সূচনা ঘটে?উত্তর: চার্চিল বা ট্রুম্যান (উৎসভেদে ভিন্ন মত)
-
ফালটন বক্তৃতায় 'লৌহ যবনিকা তত্ত্ব' উপস্থাপন করেন কে?উত্তর: চার্চিল
-
ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায় কোন্ সময়কালকে বলা হয়?উত্তর: ১৯৪৫-১৯৪৯ খ্রিস্টাব্দ
-
মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সোভিয়েত ইউনিয়নের আধিপত্য বিস্তার রোধের জন্য গৃহীত নীতিটি কী ছিল?উত্তর: ট্রুম্যান নীতি বা প্রতিরোধের নীতি (Policy of Containment)
-
ট্রুম্যান ডকট্রিন কবে ঘোষিত হয়?উত্তর: ১৯৪৭ খ্রিস্টাব্দের ১২ মার্চ
-
মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন কে?উত্তর: জর্জ মার্শাল
-
মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য যে পরিকল্পনা ঘোষিত হয় তা কী নামে পরিচিত?উত্তর: মার্শাল পরিকল্পনা
-
মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কবে?উত্তর: ১৯৪৭ খ্রিস্টাব্দে
-
মার্শাল পরিকল্পনাকে ডলার সাম্রাজ্যবাদ বলেছেন কে?উত্তর: স্তালিন
-
ন্যাটো (NATO) গঠিত হয় কবে?উত্তর: ১৯৪৯ খ্রিস্টাব্দের ৪ এপ্রিল
-
পশ্চিমি সামরিক জোট কোনটি?উত্তর: NATO
-
'ন্যাটো' গঠিত হয় কার উদ্যোগে?উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র
-
ন্যাটোর প্রত্যুত্তরে সোভিয়েত ইউনিয়ন কোন সামরিক জোট গড়ে তোলে?উত্তর: ওয়ারশ চুক্তি (Warsaw Pact)
-
'Warsaw Pact' কবে সম্পাদিত হয়েছিল?উত্তর: ১৯৫৫ খ্রিস্টাব্দে
-
ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে?উত্তর: সোভিয়েত ইউনিয়ন
-
কোরিয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়?উত্তর: ১৯৫০ খ্রিস্টাব্দের ২৫ জুন
-
কোরিয়ার যুদ্ধকে 'মর্যাদা রক্ষার লড়াই' বলে ঘোষণা করেন কে?উত্তর: ট্রুম্যান
-
কোরিয়ার বিভক্তির পর কোরিয়ার উত্তরাংশে কার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়?উত্তর: সোভিয়েত ইউনিয়ন
-
কোরিয়ার বিভক্তির পর কোরিয়ার দক্ষিণাংশে কার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়?উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র
-
আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত চুক্তি কোনটি?উত্তর: আনজাস চুক্তি (ANZUS)
-
CENTO কবে প্রতিষ্ঠিত হয়?উত্তর: ১৯৫৫ খ্রিস্টাব্দে
-
MEDO এর সম্পূর্ণ কথাটি কী?উত্তর: Middle East Defence Organization
-
মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা MEDO গঠিত হয় কবে?উত্তর: ১৯৫৫ খ্রিস্টাব্দে
-
স্তালিনের মৃত্যু হয় কবে?উত্তর: ১৯৫৩ খ্রিস্টাব্দে
-
সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটায় কবে?উত্তর: ১৯৫৩ খ্রিস্টাব্দে
-
শান্তিপূর্ণ সহাবস্থান-এর কথা তুলে ধরেছিলেন সোভিয়েত নেতা কে?উত্তর: নিকিতা ক্রুশ্চেভ
-
কবে থেকে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়?উত্তর: ১৯৭৯ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি
-
বার্লিনের প্রাচীর ভাঙা হয় কবে?উত্তর: ১৯৮৯ খ্রিস্টাব্দে
-
'গ্লাসনস্ত' (Glassnost)-এর অর্থ কী?উত্তর: খোলা হাওয়া
-
পেরেস্ত্রৈকা শব্দের অর্থ কী?উত্তর: পুনর্গঠন
-
গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা-নীতি দুটির প্রবক্তা কে?উত্তর: গর্বাচেভ
-
ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কবে?উত্তর: ১৯৯১ খ্রিস্টাব্দে
-
কোন্ যুদ্ধের পরিসমাপ্তিকে ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি বলে মনে করা হয়?উত্তর: আফগান যুদ্ধ
-
যে ঘটনার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়, সেটি হল কী?উত্তর: সোভিয়েত ইউনিয়নের পতন
-
'দ্য এন্ড অফ হিস্ট্রি' (The End of History) প্রবন্ধটির লেখক কে?উত্তর: ফ্রান্সিস ফুকোয়ামা
-
'দ্য এন্ড অফ কোল্ড ওয়ার' (The End of Cold War) গ্রন্থটির লেখক কে?উত্তর: রবার্ট সার্ভিস
-
'ননঅ্যালাইনমেন্ট -ইন কন্টেম্পোরারি ইনটারন্যাশনাল রিলেশনস্' (Non-alignment in contemporary International Relation) গ্রন্থের লেখক কে?উত্তর: আই কে গুজরাল
-
দ্বিমেরুকরণের উদ্ভব হয় কখন?উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
-
একমেরুকরণের সূচনা হয় কখন থেকে?উত্তর: ১৯৯১ খ্রিস্টাব্দে
-
একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি?উত্তর: আমেরিকা (মার্কিন যুক্তরাষ্ট্র)
-
জোটনিরপেক্ষ আন্দোলনের জনক কে?উত্তর: জওহরলাল নেহরু
-
মিশরের জোটনিরপেক্ষ আন্দোলনের নেতা কে ছিলেন?উত্তর: নাসের
-
জোটনিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি কী?উত্তর: হস্তক্ষেপ না করা
-
জোটনিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান দেশ কোনটি?উত্তর: ভারত
-
জোটনিরপেক্ষতা হল একটি কী ধরনের নীতি?উত্তর: শান্তিপূর্ণ আন্দোলন, গতিশীল নিরপেক্ষতা
-
জোটনিরপেক্ষ ধারণার জন্ম হয় কোথায়?উত্তর: ভারতে
-
জোটনিরপেক্ষ আন্দোলনের দু'জন মুখ্য প্রবক্তা কারা ছিলেন?উত্তর: নেহরু ও নাসের
-
NAM-এর পুরো নাম কী?উত্তর: Non Aligned Movement
-
জোটনিরপেক্ষ রাষ্ট্রগুলিকে নিয়ে গড়ে ওঠা একটি গোষ্ঠী কোনটি?উত্তর: G-77
-
দুটি জোটনিরপেক্ষ রাষ্ট্র কোনটি?উত্তর: ভারত ও শ্রীলঙ্কা
-
তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে নিয়ে কোনটি গড়ে ওঠে?উত্তর: জোটনিরপেক্ষ রাষ্ট্র
-
বান্দুং সম্মেলনে এশিয়া আফ্রিকার কয়টি দেশ অংশগ্রহণ করে?উত্তর: ২৯টি
-
বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?উত্তর: ১৯৫৫ খ্রিস্টাব্দে
-
বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত?উত্তর: Ten Principles of Bandung
-
পণ্যশীল নীতি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?উত্তর: ভারত ও চিন
-
ভারত ও চিনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় কবে?উত্তর: ১৯৫৪ খ্রিস্টাব্দে
-
পণ্যশীল নীতি প্রথম ঘোষণা করেছিলেন কে?উত্তর: জওহরলাল নেহরু
-
জোটনিরপেক্ষ আন্দোলনের প্রস্তুতি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?উত্তর: কায়রোতে
-
জোটনিরপেক্ষ রাষ্ট্রগুলির প্রথম শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?উত্তর: ১৯৬১ খ্রিস্টাব্দের ১-৬ সেপ্টেম্বর যুগোশ্লাভিয়ার বেলগ্রেডে
-
বেলগ্রেড-এ অনুষ্ঠিত প্রথম জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলনে মোট কতগুলি জোটনিরপেক্ষ দেশ যোগদান করে?উত্তর: ২৫টি
-
চিন-ভারত সীমান্ত সংঘর্ষ কবে হয়?উত্তর: ১৯৬২ খ্রিস্টাব্দে
-
কায়রো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?উত্তর: ১৯৬৪ খ্রিস্টাব্দে
-
আলজিয়ার্স সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?উত্তর: ১৯৭৩ খ্রিস্টাব্দে
-
কলম্বো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?উত্তর: ১৯৭৬ খ্রিস্টাব্দে
-
নয়া দিল্লি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?উত্তর: ১৯৮৩ খ্রিস্টাব্দে
-
উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়?উত্তর: ১৯৯০-৯১ খ্রিস্টাব্দে
-
আমেরিকা ও রাশিয়ার মধ্যে START-I কবে স্বাক্ষরিত হয়?উত্তর: ১৯৯১ খ্রিস্টাব্দে
-
START-এর পুরো নাম কী?উত্তর: Strategic Arms Reduction Treaty
-
১৯৯৩ খ্রিস্টাব্দে START-II স্বাক্ষরিত হয় কাদের মধ্যে?উত্তর: বুশ ও ইয়েলেৎসিন-এর মধ্যে
-
'নয়া বিশ্বব্যবস্থা' (New World Order) গড়ে তোলার বিষয়টি ঘোষণা হয় কবে?উত্তর: ১৯৯২, জাকার্তা শীর্ষ সম্মেলনে
শূন্যস্থান পূরণ (Fill in the Blanks) - এক লাইনের উত্তর
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্কের একটি উল্লেখযোগ্য ঘটনা হল ______।উত্তর: ঠান্ডা লড়াই ও জোটনিরপেক্ষ আন্দোলন
-
ঠান্ডা যুদ্ধ ছিল ______।উত্তর: উত্তেজনাপূর্ণ পরিস্থিতি
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ______ সৃষ্টি হয়।উত্তর: দ্বিমেরুকরণ
-
বার্নার্ড বাবুচ একজন মার্কিন ______।উত্তর: কূটনীতিক
-
ওয়াল্টার লিপম্যান একজন মার্কিন ______।উত্তর: সাংবাদিক
-
COMINFORM এর প্রধান কার্যালয় ছিল ______।উত্তর: বেলগ্রেড
-
NATO এর পুরো নাম হল ______।উত্তর: North Atlantic Treaty Organization
-
COMECON এর পুরো নাম হল ______।উত্তর: Council for Mutual Economic Assistance
-
MEDO এর পুরো কথাটি হল ______।উত্তর: Middle East Defence Organization
-
CENTO এর পুরো কথাটি হল ______।উত্তর: Central Treaty Organization
-
সুয়েজ খাল ______ দেশের মধ্য দিয়ে গিয়েছে।উত্তর: মিশর
-
সুয়েজ খালের ওপর ______ আধিপত্য ছিল।উত্তর: ইংল্যান্ড ও ফ্রান্সের
-
সুয়েজ খালকে ______ জাতীয়করণ করেন।উত্তর: গামাল আবদেল নাসের
-
সুয়েজ খালকে কেন্দ্র করে যে যুদ্ধ হয়েছিল তাতে মিশরকে ______ আক্রমণ করেছিল।উত্তর: ইংল্যান্ড, ফ্রান্স ও ইজরায়েল
-
কানাডার প্রধানমন্ত্রী ______ প্রস্তাব অনুসারে সম্মিলিত জাতিপুঞ্জ সুয়েজ সমস্যার সমাধানে এগিয়ে আসে।উত্তর: পিয়ারসনের
-
জোটনিরপেক্ষতা নীতি ______।উত্তর: বৃহৎ শক্তির উদ্যোগে সংগঠিত সামরিক জোটে যোগদানের বিরোধী
-
বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি ______ নামে পরিচিত।উত্তর: Ten Principles of Bandung
-
পণ্যশীল-কে 'জোটনিরপেক্ষতার পরিণতি' বলেছেন ______।উত্তর: কে এস মূর্তি
-
জোটনিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন ______ অনুষ্ঠিত হয়।উত্তর: বেলগ্রেডে