Class 12 Political Science | Unit 1 – দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আন্তর্জাতিক সম্পর্ক | MCQ + Fill in the Blanks

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক - NOTEZY

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক



আমাদের "NOTEZY" ওয়েবসাইটে তোমাদের স্বাগতম! আজ আমরা রাষ্ট্রবিজ্ঞানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা শুরু করবো: দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক (International Relations in the Post-Second World War Period)

এই অধ্যায়ে আমরা দেখবো কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীর চেহারাটাই বদলে গেল। ইউরোপের পুরনো শক্তি কমে যেতে লাগলো এবং দুটো নতুন মহাশক্তিধর দেশ – আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন – বিশ্বমঞ্চে সামনে চলে এলো।

এই দুই দেশের আদর্শ ছিল একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা – একদিকে ছিল পুঁজিবাদের সমর্থক আমেরিকা, আর অন্যদিকে সমাজতন্ত্রের ধারক ছিল সোভিয়েত ইউনিয়ন.। তাদের মধ্যে শুরু হলো এক টানটান স্নায়ু যুদ্ধ বা ঠান্ডা লড়াই.। এটা ঠিক সরাসরি যুদ্ধ ছিল না, কিন্তু যুদ্ধের মতোই উত্তেজনাপূর্ণ এক পরিস্থিতি ছিল যা প্রায় চার দশক ধরে চলেছিল.। এই সময়ে সারা বিশ্ব প্রধানত এই দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছিল, যা 'দ্বিমেরুকরণ' নামে পরিচিত.।

তবে এরই মাঝে কিছু সদ্য স্বাধীন দেশ কোনো জোটে যোগ না দিয়ে নিজেদের আলাদা পরিচিতি গড়ে তুলেছিল, যা 'জোটনিরপেক্ষ আন্দোলন' নামে পরিচিত.। ভারত এই আন্দোলনের অন্যতম প্রধান সদস্য ছিল.।

এই অধ্যায়ে আমরা ঠান্ডা লড়াইয়ের কারণ, এর বিভিন্ন পর্যায় এবং শেষে কীভাবে এর অবসান হলো – এই বিষয়গুলো সহজভাবে বোঝার চেষ্টা করবো.। আমরা দেখবো কীভাবে দ্বিমেরুকরণ থেকে পৃথিবী একমেরুকরণের দিকে এগিয়ে গেল সোভিয়েত ইউনিয়নের পতনের পর.।

আশা করি এই আলোচনা তোমাদের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি বুঝতে সাহায্য করবে। আমাদের সাথেই থাকো!

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (MCQ ও শূন্যস্থান পূরণ)
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) - এক লাইনের উত্তর
  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল?
    উত্তর: ১৯৩৯ খ্রিস্টাব্দে
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল?
    উত্তর: ১৯৪৫ খ্রিস্টাব্দে
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি কারা ছিল?
    উত্তর: জার্মানি, ইটালি, স্পেন, জাপান
  4. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি কারা ছিল?
    উত্তর: গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র
  5. পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি ছিল?
    উত্তর: সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)
  6. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী কয় মেরুতে ভাগ হয়েছিল?
    উত্তর: দুই মেরুতে (দ্বিমেরু)
  7. দ্বিমেরু বিশ্বের প্রধান শক্তি কারা ছিল?
    উত্তর: সোভিয়েত ইউনিয়ন (সমাজতান্ত্রিক) ও মার্কিন যুক্তরাষ্ট্র (পুঁজিবাদী)
  8. ঠান্ডা লড়াইয়ের আরেক নাম কী?
    উত্তর: স্নায়ু যুদ্ধ
  9. ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?
    উত্তর: বার্নার্ড বারুচ বা ওয়াল্টার লিপম্যান (উৎসভেদে ভিন্ন মত)
  10. ওয়াল্টার লিপম্যান কোন পত্রিকায় প্রথম 'The Cold War' শব্দটি ব্যবহার করেছিলেন?
    উত্তর: দ্য ওয়াশিংটন পোস্ট
  11. হিটলার জার্মানিতে রাষ্ট্রীয় ক্ষমতা অধিকার করে কবে?
    উত্তর: ১৯৩৩ খ্রিস্টাব্দে
  12. ভার্সাই চুক্তি কবে সম্পাদিত হয়েছিল?
    উত্তর: ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ জুন
  13. মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
    উত্তর: ১৯৩৮ খ্রিস্টাব্দের ২৯ সেপ্টেম্বর
  14. মিউনিখ চুক্তি কোন্ দেশগুলির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
    উত্তর: গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি
  15. রাশিয়ায় বলশেভিক বিপ্লব সংঘটিত হয় কবে?
    উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দে
  16. ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কী?
    উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
  17. ঠান্ডা লড়াইকে 'গরম শান্তি' বলে বর্ণনা করেছেন কে?
    উত্তর: জোসেফ ফ্র্যাঙ্কেল
  18. যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন তার নাম কী?
    উত্তর: ওয়াল্টার লিপম্যান
  19. ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়েছিল সর্বপ্রথম কোথায়?
    উত্তর: ইউরোপে
  20. ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় যে সম্মেলনকে, তা হল কোনটি?
    উত্তর: পটস্ডাম সম্মেলন
  21. কার বক্তৃতার ফলে ঠান্ডাযুদ্ধের প্রারম্ভিক প্রস্তুতির সূচনা ঘটে?
    উত্তর: চার্চিল বা ট্রুম্যান (উৎসভেদে ভিন্ন মত)
  22. ফালটন বক্তৃতায় 'লৌহ যবনিকা তত্ত্ব' উপস্থাপন করেন কে?
    উত্তর: চার্চিল
  23. ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায় কোন্ সময়কালকে বলা হয়?
    উত্তর: ১৯৪৫-১৯৪৯ খ্রিস্টাব্দ
  24. মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সোভিয়েত ইউনিয়নের আধিপত্য বিস্তার রোধের জন্য গৃহীত নীতিটি কী ছিল?
    উত্তর: ট্রুম্যান নীতি বা প্রতিরোধের নীতি (Policy of Containment)
  25. ট্রুম্যান ডকট্রিন কবে ঘোষিত হয়?
    উত্তর: ১৯৪৭ খ্রিস্টাব্দের ১২ মার্চ
  26. মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন কে?
    উত্তর: জর্জ মার্শাল
  27. মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য যে পরিকল্পনা ঘোষিত হয় তা কী নামে পরিচিত?
    উত্তর: মার্শাল পরিকল্পনা
  28. মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কবে?
    উত্তর: ১৯৪৭ খ্রিস্টাব্দে
  29. মার্শাল পরিকল্পনাকে ডলার সাম্রাজ্যবাদ বলেছেন কে?
    উত্তর: স্তালিন
  30. ন্যাটো (NATO) গঠিত হয় কবে?
    উত্তর: ১৯৪৯ খ্রিস্টাব্দের ৪ এপ্রিল
  31. পশ্চিমি সামরিক জোট কোনটি?
    উত্তর: NATO
  32. 'ন্যাটো' গঠিত হয় কার উদ্যোগে?
    উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র
  33. ন্যাটোর প্রত্যুত্তরে সোভিয়েত ইউনিয়ন কোন সামরিক জোট গড়ে তোলে?
    উত্তর: ওয়ারশ চুক্তি (Warsaw Pact)
  34. 'Warsaw Pact' কবে সম্পাদিত হয়েছিল?
    উত্তর: ১৯৫৫ খ্রিস্টাব্দে
  35. ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে?
    উত্তর: সোভিয়েত ইউনিয়ন
  36. কোরিয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়?
    উত্তর: ১৯৫০ খ্রিস্টাব্দের ২৫ জুন
  37. কোরিয়ার যুদ্ধকে 'মর্যাদা রক্ষার লড়াই' বলে ঘোষণা করেন কে?
    উত্তর: ট্রুম্যান
  38. কোরিয়ার বিভক্তির পর কোরিয়ার উত্তরাংশে কার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়?
    উত্তর: সোভিয়েত ইউনিয়ন
  39. কোরিয়ার বিভক্তির পর কোরিয়ার দক্ষিণাংশে কার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়?
    উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র
  40. আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত চুক্তি কোনটি?
    উত্তর: আনজাস চুক্তি (ANZUS)
  41. CENTO কবে প্রতিষ্ঠিত হয়?
    উত্তর: ১৯৫৫ খ্রিস্টাব্দে
  42. MEDO এর সম্পূর্ণ কথাটি কী?
    উত্তর: Middle East Defence Organization
  43. মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা MEDO গঠিত হয় কবে?
    উত্তর: ১৯৫৫ খ্রিস্টাব্দে
  44. স্তালিনের মৃত্যু হয় কবে?
    উত্তর: ১৯৫৩ খ্রিস্টাব্দে
  45. সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটায় কবে?
    উত্তর: ১৯৫৩ খ্রিস্টাব্দে
  46. শান্তিপূর্ণ সহাবস্থান-এর কথা তুলে ধরেছিলেন সোভিয়েত নেতা কে?
    উত্তর: নিকিতা ক্রুশ্চেভ
  47. কবে থেকে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়?
    উত্তর: ১৯৭৯ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি
  48. বার্লিনের প্রাচীর ভাঙা হয় কবে?
    উত্তর: ১৯৮৯ খ্রিস্টাব্দে
  49. 'গ্লাসনস্ত' (Glassnost)-এর অর্থ কী?
    উত্তর: খোলা হাওয়া
  50. পেরেস্ত্রৈকা শব্দের অর্থ কী?
    উত্তর: পুনর্গঠন
  51. গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা-নীতি দুটির প্রবক্তা কে?
    উত্তর: গর্বাচেভ
  52. ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কবে?
    উত্তর: ১৯৯১ খ্রিস্টাব্দে
  53. কোন্ যুদ্ধের পরিসমাপ্তিকে ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি বলে মনে করা হয়?
    উত্তর: আফগান যুদ্ধ
  54. যে ঘটনার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়, সেটি হল কী?
    উত্তর: সোভিয়েত ইউনিয়নের পতন
  55. 'দ্য এন্ড অফ হিস্ট্রি' (The End of History) প্রবন্ধটির লেখক কে?
    উত্তর: ফ্রান্সিস ফুকোয়ামা
  56. 'দ্য এন্ড অফ কোল্ড ওয়ার' (The End of Cold War) গ্রন্থটির লেখক কে?
    উত্তর: রবার্ট সার্ভিস
  57. 'ননঅ্যালাইনমেন্ট -ইন কন্টেম্পোরারি ইনটারন্যাশনাল রিলেশনস্' (Non-alignment in contemporary International Relation) গ্রন্থের লেখক কে?
    উত্তর: আই কে গুজরাল
  58. দ্বিমেরুকরণের উদ্ভব হয় কখন?
    উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
  59. একমেরুকরণের সূচনা হয় কখন থেকে?
    উত্তর: ১৯৯১ খ্রিস্টাব্দে
  60. একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি?
    উত্তর: আমেরিকা (মার্কিন যুক্তরাষ্ট্র)
  61. জোটনিরপেক্ষ আন্দোলনের জনক কে?
    উত্তর: জওহরলাল নেহরু
  62. মিশরের জোটনিরপেক্ষ আন্দোলনের নেতা কে ছিলেন?
    উত্তর: নাসের
  63. জোটনিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি কী?
    উত্তর: হস্তক্ষেপ না করা
  64. জোটনিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান দেশ কোনটি?
    উত্তর: ভারত
  65. জোটনিরপেক্ষতা হল একটি কী ধরনের নীতি?
    উত্তর: শান্তিপূর্ণ আন্দোলন, গতিশীল নিরপেক্ষতা
  66. জোটনিরপেক্ষ ধারণার জন্ম হয় কোথায়?
    উত্তর: ভারতে
  67. জোটনিরপেক্ষ আন্দোলনের দু'জন মুখ্য প্রবক্তা কারা ছিলেন?
    উত্তর: নেহরু ও নাসের
  68. NAM-এর পুরো নাম কী?
    উত্তর: Non Aligned Movement
  69. জোটনিরপেক্ষ রাষ্ট্রগুলিকে নিয়ে গড়ে ওঠা একটি গোষ্ঠী কোনটি?
    উত্তর: G-77
  70. দুটি জোটনিরপেক্ষ রাষ্ট্র কোনটি?
    উত্তর: ভারত ও শ্রীলঙ্কা
  71. তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে নিয়ে কোনটি গড়ে ওঠে?
    উত্তর: জোটনিরপেক্ষ রাষ্ট্র
  72. বান্দুং সম্মেলনে এশিয়া আফ্রিকার কয়টি দেশ অংশগ্রহণ করে?
    উত্তর: ২৯টি
  73. বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
    উত্তর: ১৯৫৫ খ্রিস্টাব্দে
  74. বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত?
    উত্তর: Ten Principles of Bandung
  75. পণ্যশীল নীতি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
    উত্তর: ভারত ও চিন
  76. ভারত ও চিনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় কবে?
    উত্তর: ১৯৫৪ খ্রিস্টাব্দে
  77. পণ্যশীল নীতি প্রথম ঘোষণা করেছিলেন কে?
    উত্তর: জওহরলাল নেহরু
  78. জোটনিরপেক্ষ আন্দোলনের প্রস্তুতি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
    উত্তর: কায়রোতে
  79. জোটনিরপেক্ষ রাষ্ট্রগুলির প্রথম শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
    উত্তর: ১৯৬১ খ্রিস্টাব্দের ১-৬ সেপ্টেম্বর যুগোশ্লাভিয়ার বেলগ্রেডে
  80. বেলগ্রেড-এ অনুষ্ঠিত প্রথম জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলনে মোট কতগুলি জোটনিরপেক্ষ দেশ যোগদান করে?
    উত্তর: ২৫টি
  81. চিন-ভারত সীমান্ত সংঘর্ষ কবে হয়?
    উত্তর: ১৯৬২ খ্রিস্টাব্দে
  82. কায়রো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
    উত্তর: ১৯৬৪ খ্রিস্টাব্দে
  83. আলজিয়ার্স সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
    উত্তর: ১৯৭৩ খ্রিস্টাব্দে
  84. কলম্বো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
    উত্তর: ১৯৭৬ খ্রিস্টাব্দে
  85. নয়া দিল্লি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
    উত্তর: ১৯৮৩ খ্রিস্টাব্দে
  86. উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়?
    উত্তর: ১৯৯০-৯১ খ্রিস্টাব্দে
  87. আমেরিকা ও রাশিয়ার মধ্যে START-I কবে স্বাক্ষরিত হয়?
    উত্তর: ১৯৯১ খ্রিস্টাব্দে
  88. START-এর পুরো নাম কী?
    উত্তর: Strategic Arms Reduction Treaty
  89. ১৯৯৩ খ্রিস্টাব্দে START-II স্বাক্ষরিত হয় কাদের মধ্যে?
    উত্তর: বুশ ও ইয়েলেৎসিন-এর মধ্যে
  90. 'নয়া বিশ্বব্যবস্থা' (New World Order) গড়ে তোলার বিষয়টি ঘোষণা হয় কবে?
    উত্তর: ১৯৯২, জাকার্তা শীর্ষ সম্মেলনে
শূন্যস্থান পূরণ (Fill in the Blanks) - এক লাইনের উত্তর
  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্কের একটি উল্লেখযোগ্য ঘটনা হল ______।
    উত্তর: ঠান্ডা লড়াই ও জোটনিরপেক্ষ আন্দোলন
  2. ঠান্ডা যুদ্ধ ছিল ______।
    উত্তর: উত্তেজনাপূর্ণ পরিস্থিতি
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ______ সৃষ্টি হয়।
    উত্তর: দ্বিমেরুকরণ
  4. বার্নার্ড বাবুচ একজন মার্কিন ______।
    উত্তর: কূটনীতিক
  5. ওয়াল্টার লিপম্যান একজন মার্কিন ______।
    উত্তর: সাংবাদিক
  6. COMINFORM এর প্রধান কার্যালয় ছিল ______।
    উত্তর: বেলগ্রেড
  7. NATO এর পুরো নাম হল ______।
    উত্তর: North Atlantic Treaty Organization
  8. COMECON এর পুরো নাম হল ______।
    উত্তর: Council for Mutual Economic Assistance
  9. MEDO এর পুরো কথাটি হল ______।
    উত্তর: Middle East Defence Organization
  10. CENTO এর পুরো কথাটি হল ______।
    উত্তর: Central Treaty Organization
  11. সুয়েজ খাল ______ দেশের মধ্য দিয়ে গিয়েছে।
    উত্তর: মিশর
  12. সুয়েজ খালের ওপর ______ আধিপত্য ছিল।
    উত্তর: ইংল্যান্ড ও ফ্রান্সের
  13. সুয়েজ খালকে ______ জাতীয়করণ করেন।
    উত্তর: গামাল আবদেল নাসের
  14. সুয়েজ খালকে কেন্দ্র করে যে যুদ্ধ হয়েছিল তাতে মিশরকে ______ আক্রমণ করেছিল।
    উত্তর: ইংল্যান্ড, ফ্রান্স ও ইজরায়েল
  15. কানাডার প্রধানমন্ত্রী ______ প্রস্তাব অনুসারে সম্মিলিত জাতিপুঞ্জ সুয়েজ সমস্যার সমাধানে এগিয়ে আসে।
    উত্তর: পিয়ারসনের
  16. জোটনিরপেক্ষতা নীতি ______।
    উত্তর: বৃহৎ শক্তির উদ্যোগে সংগঠিত সামরিক জোটে যোগদানের বিরোধী
  17. বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি ______ নামে পরিচিত।
    উত্তর: Ten Principles of Bandung
  18. পণ্যশীল-কে 'জোটনিরপেক্ষতার পরিণতি' বলেছেন ______।
    উত্তর: কে এস মূর্তি
  19. জোটনিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন ______ অনুষ্ঠিত হয়।
    উত্তর: বেলগ্রেডে